হংকং থেকে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এসে অবতরণের পরপরই তাকে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তেকে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির পরোয়ানায় গ্রেফতার করা হয় ।
মে মাসের ১২ তারিখে অনুষ্ঠেয় ফিলিপাইনের সিনেটের মধ্যবর্তী নির্বাচনের প্রচারণার কাজে হংকং গিয়েছিলেন দুতের্তে। গ্রেফতার হতে পারেন এরকম খবরের জবাবে এর আগে ৭৯ বছর বয়সী দুতের্তে বলেছিলেন, তিনি কারাগারে যেতে রাজি আছেন।
উল্লেখ্য,২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্ট থাকাকালে দেশটিতে মাদকবিরোধী অভিযানের নামে হাজারও মানুষকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।
আপনার মতামত লিখুন :