এক ইসরায়েলি নারী পর্যটক ভারত ভ্রমণে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন।এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে ভারত জুড়ে।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ১১টা থেকে সাড়ে ১১ টার মধ্যে ঘটনাটি ঘটে দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটকের 'হাম্পি'র সানাপুর লেকের কাছে। ঘটনাস্থল হাম্পি থেকে প্রায় চার কিলোমিটার দূরে। হাম্পির মতো একটি পর্যটন স্থলে পর্যটকদের উপর এই হামলার ঘটনায় নিরাপত্তার বিষয়টি যথেষ্ট প্রশ্নের মুখে। ওই ইসরায়েলি নারী পর্যটকের সাথে ছিলেন তার তিন পুরুষ বন্ধু। এর মধ্যে একজন যুক্তরাষ্ট্রের, বাকি দুজন ভারতীয়।
জানা যায়, ওই নারীর বয়স ২৭ বছর। বিদেশি ঐ পাশাপাশি গণধর্ষণ করা হয়েছে স্থানীয় একটি হোম-স্টে'র নারী মালিককেও। একই সঙ্গে ওই পর্যটক দলের সদস্য এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতের খাবার শেষে ওই হোম-স্টের ৩২ বছর বয়সী নারী মালিককে নিয়ে তারা চার পর্যটক বাইরে বেরিয়ে ছিলেন। সানাপুর লেকের কাছেই টুঙ্গাভদ্র খালের পাড়ে তারা বসেন। এসময় তিন যুবক বাইকে করে চেপে তাদের কাছে এসে পেট্রোল পাম্প'এর খোঁজ করেন। যদিও হোম-স্টের মালিক জানান এখানে ধারে কাছে কোন পেট্রোল পাম্প নেই। এরপরই বাইকে আসা ওই যুবকরা পর্যটক দলের কাছ থেকে অর্থ দাবি করেন। কিন্তু সেই রুপি দিতে অস্বীকার করায় অভিযুক্তরা পর্যটক দলটির উপরে হামলা চালায়। এক পর্যায়ে পর্যটক দলটিতে থাকা তিন পুরুষকে ঠেলে খালের পানির মধ্যে ফেলে দেয়া হয়। অন্যদিকে ওই ইসরাইলি নারীকে ধর্ষণ করার পাশাপাশি হোমস্টের নারী মালিককেও ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন।
উল্লেখ্য, স্থানীয় গঙ্গাবতী গ্রামীণ থানায় একটি অভিযোগের ভিত্তিতে 'ভারতীয় ন্যায় সংহিতা'র ৩০৯(৬)(চাঁদাবাজি), ৩১১ (হত্যা বা মারাত্মকভাবে আহত করার জন্য ডাকাতি), ৭০(১) (গণধর্ষণ), ১০৮ (খুনের চেষ্টা) ধারায় মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা রুখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দা এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলি।
আপনার মতামত লিখুন :