ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

আইসক্রিমের ভেতর আস্ত সাপ!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৫, ০৮:৩৪ রাত

আইসক্রিম পছন্দ করে না এমন মানুষ হয়তো পাওয়া যাবে না। সবার পছন্দনীয় এ খাবারে এবার পাওয়া গেছে আস্ত সাপ।

মঙ্গলবার (৪ মার্চ)থাইল্যান্ডে লোমহর্ষক এ ঘটনা ঘটেছে। স্থানীয় এক ব্যক্তি আইসক্রিমের প্যাকেট খুলতেই চমকে ওঠেন। পরে তিনি গত  ছবিটি ফেসবুকে শেয়ার করেন।

তারপর শুক্রবার (০৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইসক্রিমের মধ্যে সাপ দেখে আতঙ্কিত না হয়ে ফেসবুকে পোস্ট করেন এক ব্যক্তি। ছবিতে আইসক্রিমের সঙ্গে সাপটিকে একেবারে লেপটে থাকতে দেখা যায়। পরদিন সন্ধ্যার মধ্যে হাজার হাজার ব্যবহারকারী ছবিটি শেয়ার করেন। রীতিমতো ভাইরাল হয়ে যায় তার এ ছবি।

ছবিতে দেখা যায় আইসক্রিমের সঙ্গে কালো-হলুদ রঙের সাপের মাথা বের হয়ে আছে। ক্যাপশনে তিনি লিখেন, ভ্রাম্যমান কার্ট থেকে তিনি এটি ক্রয় করেছিলেন।

জানা যায়, এ ধরনের সাপ অত্যন্ত বিষাক্ত। বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশে এ সাপের অস্তিত্ব আছে।

 

Link copied!