ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

শেষটায় টুইস্ট আছে: নাবিলা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ ডিসেম্বর, ২০২৪, ০২:৫৮ রাত

নাবিলা বিনতে ইসলাম। শোবিজে নাবিলা ইসলাম নামেই পরিচিত তিনি। মডেলিং, উপস্থাপনা সব অঙ্গনেই কাজ করেছেন। বর্তমানে নাটক নিয়েই ব্যস্ত। একের পর এক নাটকে অভিনয় করছেন। এরই ধারাবাহিকতায় ‘প্রেম ভাই ব্যাচেলর’ নামে একটি খণ্ড নাটকের কাজ শেষ করলেন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেল। র‌্যাপার জিম, রসের জিলাপি, গার্লস স্কোয়াডসহ বহু নাটকে অভিনয় করেছেন মারজুক ও নাবিলা। ‘প্রেম ভাই ব্যাচেলর’ নাটকেও জুটি বেঁধেছেন তারা।



গত ১ ও ২ ডিসেম্বর উত্তরার দিয়াবাড়ির একটি শুটিং হাউস ও এর পাশের এলাকায় নাটকটির শুটিং হয়েছে। এ ব্যাপারে নাবিলা ইসলাম কালবেলাকে বলেন, ‘গল্পে আমার চরিত্রের নাম জারা। খুবই কিউট এবং সুইট টাইপের একটা মেয়ে। অন্যদিকে প্রেম ভাই চরিত্রে মারজুক রাসেল আর বাচ্চু চরিত্রে কচি খন্দকারসহ চার-পাঁচজনের একটা গ্রুপ থাকে। তারা এক ধরনের জীবনদর্শন নিয়ে চলেন। কিন্তু জারার সঙ্গে পরিচয়ের পর তাদের জীবনের গতিপথ বদলে যায়। শুরুতে আমার চরিত্রটি সুইট অ্যান্ড কিউট থাকলেও শেষটায় টুইস্ট আছে।’

মারজুক রাসেলের সঙ্গে জুটি নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘মারজুক ভাই একজন গুণী মানুষ। তার সঙ্গে অনেক কাজ হয়েছে। আমাদের জুটি দর্শকরাও দারুণভাবে গ্রহণ করেছেন। আর সহশিল্পী ভালো হলে অনেক কিছুই শেখার থাকে। এ নাটকটি দর্শক পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’ ফিরোজ কবীর ডলারের রচনা ও পরিচালনায় নাটকটি ড্রামা বক্স ইউটিউব চ্যানেলে দেখানো হবে।

সম্প্রতি ‘মায়ের দাম’, ‘গোধূলি বেলা’ নামে দুটি খণ্ড নাটকে অভিনয় করেছেন নাবিলা। দুটি নাটকই এনটিভিতে প্রচারিত হবে। এ ছাড়া নতুন ধারাবাহিক ‘ম্যানেজ মাস্টার’-এর শুটিং করেছেন এ অভিনেত্রী। ধারাবাহিকটি আরটিভির জন্য নির্মিত হচ্ছে।

ক্যারিয়ারে নাবিলার লক্ষ্য সংখ্যা বাড়ানো নয়। ভালো কাজের মাধ্যমে দর্শকের মাঝে টিকে থাকা। তাইতো একটা সময় টানা শিডিউলে কাজ করলেও বর্তমানে গল্প ও চরিত্রের দিকে আরও বেশি মনোযোগী তিনি। নাবিলার ভাষ্য, ‘দর্শককে কখনোই প্রতারিত করতে চাই না। মানসম্মত কাজের মাধ্যমেই তাদের হৃদয়ে থাকতে চাই।’

Link copied!