পোশাক রফতানির নতুন বাজার ধরতে মরিয়া বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। চীন-মার্কিন অর্থনৈতিক বিরোধের সুযোগ নিতে চাছে তারা।
যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র এবং কানাডার মতো প্রচলিত দেশগুলোর পাশাপাশি আগে তেমন পোশাক রফতানি হতো না এমন অপ্রচলিত দেশেও রেকর্ড রফতানি করেছেন বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ রোমানিয়া, লিথুনিয়া, শ্লোভানিয়া, গ্রিস এবং সাইপ্রাসের মতো দেশে এক থেকে দেড়শ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে।
এদিকে, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক বিরোধ, একইসঙ্গে দক্ষিণ আমেরিকার দেশগুলোর ট্যারিফ নিয়ে ট্রাম্প প্রশাসনের টানাপোড়েনে বাংলাদেশের তৈরি পোশাক খাতকে আলোর মুখ দেখাচ্ছে বলে মনে করছেন শীর্ষ ব্যবসায়ীরা। বিশেষ করে নানা জটিলতার মাঝেও রফতানি ধরে রাখার চ্যালেঞ্জে বাংলাদেশের ব্যবসায়ীরা এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন তারা।
আপনার মতামত লিখুন :