ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

পোশাক শিল্পের মেঘ কাটতে শুরু হয়েছে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৫, ০৯:৩৯ রাত

পোশাক রফতানির নতুন বাজার ধরতে মরিয়া বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। চীন-মার্কিন অর্থনৈতিক বিরোধের সুযোগ নিতে চাছে তারা। 

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র এবং কানাডার মতো প্রচলিত দেশগুলোর পাশাপাশি আগে তেমন পোশাক রফতানি হতো না এমন অপ্রচলিত দেশেও রেকর্ড রফতানি করেছেন বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ রোমানিয়া, লিথুনিয়া, শ্লোভানিয়া, গ্রিস এবং সাইপ্রাসের মতো দেশে এক থেকে দেড়শ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে।

এদিকে, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক বিরোধ, একইসঙ্গে দক্ষিণ আমেরিকার দেশগুলোর ট্যারিফ নিয়ে ট্রাম্প প্রশাসনের টানাপোড়েনে বাংলাদেশের তৈরি পোশাক খাতকে আলোর মুখ দেখাচ্ছে বলে মনে করছেন শীর্ষ ব্যবসায়ীরা। বিশেষ করে নানা জটিলতার মাঝেও রফতানি ধরে রাখার চ্যালেঞ্জে বাংলাদেশের ব্যবসায়ীরা এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন তারা।

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের সভাপতি এস এম আবু তৈয়ব বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রেখে প্রতিযোগী মনোভাব অব্যাহত রাখতে পারলে নতুন যে সম্ভবনা দেখা দিয়েছে, সেটি অনেকাংশেই কাজে লাগানো সম্ভব।
 
উল্লেখ্য, চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত গত ৭ মাসে বাংলাদেশ থেকে ২৩ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। অথচ আগের ২০২৩-২৪ অর্থ বছরের এই সময়ে রফতানি হয়েছিল ২১ বিলিয়ন মার্কিন ডলার।
 

Link copied!