ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ৯ ওভারে ৯৯ রান দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ ও দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে খরুচে বোলিংয়ের রেকর্ডও গড়েছেন মুক্তার আলী। ইনিংস শেষ হয়ে যাওয়ায় আর বোলিংয়ের সুযোগ না পাওয়ায় সেঞ্চুরি করা হলো না।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেএসপির ৪ নম্বর মাঠে মঙ্গলবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছিল পারটেক্স স্পোর্টিং ক্লাব। ম্যাচটিতে ৭৭ রানের জয় তুলে নিয়েছে শাইনপুকুর।মুক্তার প্রথম ৫ ওভারে দিয়েছেন ৩৭ রান। এর পরের ৪ ওভারে ৩ চার ৫ ছক্কা হজম করে আরও ৬২ রান দিয়ে বসেন। তারপরও তাকে বোলিং থেকে সরানো হয়নি। প্রিমিয়ার লিগের ‘লিস্ট এ’ জমানায় এর চেয়ে খরুচে বোলিংয়ের নজির আছে আর মাত্র একটি।
আন্তর্জাতিক ওয়ানডেতে এখনও সেঞ্চুরি করেনি বাংলাদেশের কোনো বোলার। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৯৭ ও পাকিস্তানের বিপক্ষে ৯৫ রান খরচ করেছিলেন শফিউল ইসলাম। এছাড়া নব্বইয়ের বেশি রান দিয়েছেন শুধু মুস্তাফিজুর রহমান, ২০১৯ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে ৯৩ রান।
এর আগে, গত বছর স্বীকৃত ক্রিকেটে নিজের প্রথম ম্যাচে আবাহনী লিমিটেডের বিপক্ষে ৯ ওভারে ১০৪ রান খরচ করে ২ উইকেট নিয়েছিলেন গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির হয়ে খেলতে নামা ইকবাল হোসেন।
লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে ম্যাচে একশর বেশি রান দেওয়া বোলার আছেন আর একজন। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে ১০ ওভারে ১০৪ রান খরচ করেছিলেন শাহাদাত হোসেন। কোনো উইকেট পাননি তিনি।
আপনার মতামত লিখুন :